বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুর রশীদ।
উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। শোভাযাত্রায় সদর উপজেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন