কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে একই পরিবারের ভাই ও বোনের মৃত্যু ঘটেছে। আর এ মৃত্যুর ঘটনায় এখন ওই পরিবারে চলছে শোকের মাতম। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এ সময় আহত হন নিহত আবুল কালাম আজাদের ছেলেসহ দুইজন। এ ঘটনায় থানায় মামলা হওয়ার আেেগ অভিযুক্ত ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে ১২জনকে আসামী করে সদর থানায় মামলা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিনের দুপুর বেলা বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দুলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় আবুল কালাম আজাদের। এরই জের ধরে প্রতিবেশী দুলাল মিয়া রাত সাড়ে ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের ওপর লাঠি দিয়ে আঘাত করে। এতে আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো:জিয়াউর রহমান জানান, থানায় হত্যা মামলা হয় এবং ৬ জনকে আটক করা হয়েছে। বাকি ৬ আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএম