'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে 'শিক্ষক দিবস-২০২২' পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান,কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা, বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ