জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে ‘অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এপিএ টিম লিডার ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো: ময়নুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (IQAC) পরিচালক প্রফেসর ড. মো: আবিয়ার রহমান এবং সঞ্চালনায় ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোতাহার হোসেন।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘সার্ভিস এবং সেবা প্রদানের ক্ষেত্রে কোন ছাড় নয়’ এই নীতিতেই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদন্ডে সিমাগো র্যাঙ্কিং ও ইউজিসি’র এপিএ মূল্যায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরপর দু’বার দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার এবং শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম