দিনাজপুরের বীরগঞ্জে অমল দেবনাথ নামে এক হোটেল শ্রমিককে কুপিয়ে হতার ঘটনায় মামলা হয়েছে এবং ২ জনকে আটক করেছে পুলিশ। মামলার পর শুক্রবার রাতেই মামলার প্রধান আসামি হিরু দেবনাথ ও খোরশেদুল ওরফে রাশেদুলকে আটক করে পুলিশ।
এর আগে প্রকাশ্যে বীরগঞ্জের সাতোর ইউপির চৌপুকুরিয়া গ্রামের অমল দেবনাথকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের বড়ভাই রঞ্জন দেবনাথ বাদী হয়ে শুক্রবার রাতে বীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় প্রতিবেশী চৌপুকুরিয়া গ্রামের রমনী দেবনাথের ছেলে হিরু দেবনাথ (৩৫)কে প্রধান আসামী করে একই এলাকার সাবেদ আলীর ছেলে মোঃ ওয়াসিম (৩০), ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের হাসান আলীর ছেলে খোরশেদুল ওরফে রাশেদুল, একই গ্রামের মৃত বুধেন সরেনের ছেলে সোনা সরেনসহ অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, এ ব্যাপারে নিহতের বড়ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডের সাথে জড়িত অন্যদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম