রাশিয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি চাচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন প্রস্তাব প্রবলভাবে নাকচ করে দিয়েছেন। ইউক্রেনের ধারণা, স্বল্পমেয়াদি অস্ত্রবিরতির মাধ্যমে রাশিয়া শক্তি সঞ্চার করতে চায়।
রাশিয়ার কর্মকর্তারা বারংবার বলছেন, ইউক্রেনের সঙ্গে তারা শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। তবে কোনো শর্ত থাকবে না। যদিও এখন পর্যন্ত মস্কো ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। কিয়েভ বলেছে, রাশিয়া মুখে শান্তি আলোচনার কথা বললেও অফিশিয়ালি প্রস্তাব দেয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া শক্তি সঞ্চার করতে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি চাচ্ছে। অনেকে এটাকে যুদ্ধের সমাপ্তি বলতে পারেন। কিন্তু এমন বিরতি হলে তা পরিস্থিতিকে কেবল আরও খারাপ করবে। জেলেনস্কি বলেন, বাস্তবিক অর্থে সত্য, টেকসই এবং প্রকৃত শান্তি আলোচনা কেবল রুশ সেনারা ইউক্রেনের সম্পূর্ণ অঞ্চল ছেড়ে চলে গেলে হতে পারে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল