মাগুরা এলজিইডি শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এ উপলক্ষে আজ শনিবার বিকালে এলজিইডি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি যশোর অঞ্চলের তত্বাবধায় প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী। উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।
প্রতিযোগিতা শেষে অতিথিরা এ প্রজন্মের শিশুদেরকে শেখ রাসেলকে নিয়ে আলোচনা করেন এবং বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এএ