মাগুরায় সদর উপজেলা পরিষদ চত্বরে আজ রবিবার শুরু হয়েছে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জমান শিখর। মেলায় ২০টি স্টল অংশ নেয়। এ সময় মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল-হাসান, প্রেস ক্লাবের সাধরণ সম্পাদক শামীম আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদাহাত হোসেন মাসুদ, মাগুরা সদর থানা ওসি মোস্তাফিজুর রহমান।
এ মেলায় মাটির হাড়িপাতিল, বাঁশ বেতের তৈরি ঝুড়ি, কৃষিপণ্য, শিক্ষা সামগ্রী স্থান পেয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে ডিজিটাল উদ্ভাবনী বিভিন্ন পণ্য ও সামগ্রী তুলে ধরা হয়। মেলার মাধ্যমে শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান, বিসিক, কারিগরি প্রক্ষিণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবকৃত পণ্য স্থান পায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন