ফেনীতে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ফেনী পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো. মঞ্জুরুল ইসলাম, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আয়নুল কবির শামীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জাফর উদ্দিন, জেলা আইসিটি অফিসার রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক। অনুষ্ঠানটি সিনিয়র সহকারী কমিশনার পুদম পুষ্প চাকমা ও জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান যৌথ সঞ্চালনা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি যুগোপযোগী উদ্ভাবনী উদ্যোগের কারণেই আজকে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর বাংলাদেশ রূপান্তরিত হয়েছে ডিজিটাল দেশে। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ আর তারই সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় হলেন স্মার্ট বাংলাদেশের রূপকার। তিনি সবসময় নতুন নতুন ধারণা দিয়ে বাংলাদেশের তথ্য-প্রযুক্তিকে আজকের উচ্চতায় নিয়ে এসেছেন। এ কারণে আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি- এই দেশ এখন ‘ডিজিটাল বাংলাদেশ’। এবার স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হওয়ার পালা। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আমাদেরকে নিত্য নতুন উদ্ভাবন করতে হবে।
এবারের মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্ট আপ (উদ্ভাবক ও শিক্ষার্থী), ডিজিটাল সেবা (সরকারি অফিস সমূহের সেবা), হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টারের সেবা যেমন- এজেন্ট ব্যাংকিং একশপ, সরকারি-বেসরকারি ডিজিটাল ব্যাংকিং সেবা ইত্যাদি) এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান (শিক্ষা প্রতিষ্ঠান, বিসিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর ইত্যাদির উদ্ভাবনী উদ্যোগ) বিষয়ে চারটি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। মেলায় চারটি প্যাভিলিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ তাদের বিভিন্ন উদ্ভাবনী কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর তাদের ডিজিটাল সেবাসমূহ প্রদর্শন করছে। এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বিকাল ৪টায়।
শুরুতে শহরের শহীদ মিনার সামনে থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত; উন্নয়নের অগ্রযাত্রায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে প্রযুক্তিবান্ধব নানাবিধ উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে এ মেলার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এএ