মোংলা বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মোংলা ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস হাউজের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদারের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, মোংলা কাস্টমসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান, মোংলা ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীন, কোরিয়া, ভারতসহ মোংলা ইপিজেডের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এই সমন্বয় সভায় বক্তব্য রাখেন।
সমন্বয় সভার শুরুতে মোংলা বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং সক্ষমতার উপর একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। মোংলা বন্দরের এই ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন দেখে বিদেশি বিনিয়োগকারীরা আরো ব্যাপকহারে মোংলা বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।
সমন্বয় সভায় বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর ব্যবহারে আপনাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। মোংলা বন্দর এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে, আমাদের বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যে শেষ হয়েছে, আরো কয়েকটি প্রকল্পের কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরো কয়েকগুন বেড়ে যাবে।
বিডি প্রতিদিন/এমআই