বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনর মাধ্যমে নতুন কমিটি করা হয়েছে। বুধবার সকালে বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
সম্মেলনে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ জানান, ফকিরহাট উপজেলায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে ৮টি ইউনিয়নের মধ্যে বেতাগা, শুভদিয়া, পিলজংগ, লখপুর ও মুলঘর ইউনিয়ন ও সব ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্য ৩টি ইউনিয়নে দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এরপরই ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই নতুন কমিটি গঠনের মাধ্যমে ফকিরহাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো সক্রিয় হবেন দাবী করেন এই নেতা।
বিডি প্রতিদিন/এএ