প্রাথমিকের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকরি প্রত্যাশীরা। বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন তারা।
তাদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ করোনার কারণে বন্ধ থাকায় বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীদের অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং চাকরি না থাকায় সরকারি চাকরির বয়স ও মনোবল হারাতে বসেছে। করোনা পরিস্থিতির কারণে এই নিয়োগ নিয়ে সৃষ্ট বিভিন্ন জটিলতা সমাধান ও ২০২০ সালের নিয়োগে সর্বোচ্চ সংখ্যক পদ বৃদ্ধি করে দ্রুত ফলাফল প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরি প্রত্যাশীদের মধ্যে উজ্জল রায়, আসাদুজ্জামান, অরুন রায় ও আবু বকর সিদ্দিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই