নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্ভবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে অপহরণ ও মুক্তিপণ দাবি করার অভিযোগে সাইফুর রহমান শোভন (২৬) নামে এক অপরহণকারীকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার বিকালে র্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু এই তথ্য নিশ্চিত করেন।
রিজওয়ান সাঈদ জিকু বলেন, আটককৃত সাইফুর রহমান শোভন তার ১০-১২ জন সহযোগীসহ মাহির আফসার মুন্না ও ইলমান উদ্দিন চৌধুরীকে অপহরণ করে। মারধর ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। উদ্ভবগঞ্জ এলাকায় আমিন সুপার মার্কেটের সামনে র্যাব-১১ সিপিএসসি’র টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষণিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতা সাইফুর রহমান শোভনকে আটক করা হয়। এ সময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়।
সোনারগাঁও থানার (ওসি) বলেন, আটককৃতের বিরুদ্ধে অপহৃত মাহির আফসার মুন্না বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল