জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)কে.এম.এ মামুন খান চিশতী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী প্রমুখ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে দাঁড় করাতে সরকার প্রযুক্তিবান্ধব নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। প্রযুক্তি নির্ভর এবং জনবান্ধন নাগরিক সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার বার্তা নিয়ে এই উদ্ভাবকদের নিয়ে উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা চলতি মাসের ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত এই উদ্ভাবনী মেলা চলবে।
বিডি প্রতিদিন/এএম