সাংবাদিক এস এম ইউসুফ আলীকে গ্রেফতারের পর তার কোমরে রশি বেঁধে আদালতে সোপর্দ করার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।
বুধবার (২৩ নভেম্বর) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে বক্তারা অতি উৎসাহী পুলিশ ও পুলিশ-সাংবাদিক ঐক্য বিনষ্টকারী কর্মকর্তাদের ফেনী থেকে প্রত্যাহারের দাবি জানান।
তারা বলেন, ফেনীর সাবেক পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিদায় কালে কিছু সাংবাদিকের বিরুদ্ধে গায়েবি মামলায় দায়ের করে গেছেন। সে সকল মামলায় ইউসুফ আলীসহ কয়েক সাংবাদিককে আসামি করা হয়। একটি মামলায় ইউসুফ আলী ভুলবশত হাজির না থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সে মামলায় পুলিশ গত সোমবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে চোর-ডাকাতের মতো কোমড়ে রশি বেঁধে আদালতে প্রেরণ করা হয়।
মানববন্ধনে সাংবাদিকরা পুলিশের উদ্দেশে বলেন, আপনার কাছে ওয়ারেন্ট রয়েছে, সেজন্য যে কাউকে আপনি গ্রেফতার করতে পারেন। তবে তাকে ব্যক্তি ত ভাবে চোর, ডাকাত কিংবা দণ্ডপ্রাপ্ত আসামির মত কোমরে দড়ি বেঁধে আদালতে সোপর্দ করে সাংবাদিকতা পেশাকে অবজ্ঞা করা হয়েছে।
এসময় বক্তারা অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের ফেনী থেকে প্রত্যাহারের জোর দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন। অন্যথায় পুলিশের সকল ধরনের নিউজ বর্জন করার হুশিয়ারিও দেন তারা।
এসময় বক্তব্য রাখেন দৈনিক সমকালের রিপোর্টার শাহজালাল রতন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি একেএম আবদুর রহীম, ডিবিসি নিউজ প্রতিনিধি আবু তাহের ভুঈঞা, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, এসএ টিভির প্রতিনিধি মাইনুল রাসেল, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, নিউজ টুয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি নজির আহমদ রতন, যমুনা টিভির প্রতিনিধি আর এম আরিফুর রহমান, দৈনিক মানবজমিন’র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, ফেনী সমাচার সম্পাদক মুহিববুল্লাহ ফরহাদ, স্বদেশকন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, সাপ্তাহিক উদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ সাঈদ খান, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ