বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টির আয়োজনে আজ দুপুরে খোন্দকার নুরুল হোসেন ল কলেজ মাঠ থেকে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্তরে সমাবেশ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, পৌর সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমীক পার্টির সভাপতি মজিবর রহমান শাহীন, এস আর আনসারসহ জেলা উপজেলার নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এএ