সিরাজগঞ্জ সদর উপজেলার একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সয়দাবাদ ইউনিয়নের নতুন সয়দাবাদ বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুমান কুমার দাস জানান, বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। লাশটির পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল