আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা নগরীতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নগরীর সুজা বাদশা মসজিদের অদূরে সংঘর্ষের সময় আহত হয়ে মারা যান তিনি। নিহত ২৩ বছর বয়সী মাহবুব হোসেন মান্না নগরীর গাংচর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. কামরান হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা কামরান হোসেন বলেন, সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর সুজা বাদশা মসজিদের অদূরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় অপর গ্রুপের সদস্যরা মান্নাকে ছুরিকাঘাত করে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ভোর ৪ টায় মারা যান।
পুলিশ কর্মকর্তা কামরান জানান, নিহত মান্না একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি ডাকাতি ও তিনটি মাদক আইনে মামলা আছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি প্রতিদিন/এএম