আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়।
আজ মঙ্গলবার বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত জোট কাউকে শান্তি দিতে চায় না। তারা দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়। তারা একবার নয়, দুইবার নয়- একুশ বার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে চায় না।
তিনি বলেন, বিএনপির দুই নীতি ভন্ডামি-দুর্নীতি। খালেদা জিয়ার দুই গুণ- মিথ্যাচার আর মানুষ খুন।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাবেক সংসদ সদস্য সরদার আব্দুর রশীদ, বরগুনা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আরাফাত