ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। মঙ্গলবার সারাদিনেও দেখা মেলেনি সূর্যের। ফলে দিনব্যাপী কনকনে শীত অনুভূত হয়। এতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসেনি সাধারণ মানুষেরা। মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা বেশি রেকর্ড হলেও শীতের তীব্রতা ছিলো অনেক বেশি। এর আগে কয়েকদিনের মৃদু শৈতপ্রবাহের সময়ও এতো শীত অনুভূত হয়নি। মঙ্গলবার জেলার সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রার পার্থক্য কম ছিল। এ কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম