বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। ৪ জানুয়ারি সকাল ৭টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জাতীয় ও ছাত্রলীগের সাংগঠনিক পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারন সম্পাদক তৌশিকুর রহমান এমরান।
সকাল সাড়ে ৮টায় ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান, শীতার্তদের মধ্য শীতবস্ত্র বিতরণসহ ৫ জানুয়ারি রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।
জেলা ছাত্রলীগ ছাড়াও উপজেলা ছাত্রলীগ নানা আয়োজনের মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ