মোটরসাইকেল চলাচলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবিত বিভিন্ন নীতিমালা অযৌক্তিক ও জনবিরোধী উল্লেখ করে তা সংশোধনের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে মোটরসাইকেল চালকরা। শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরে ৩০ কিলোমিটারের কম গতিতে বাইক চলাচল, মহাসড়কে আরোহী পরিবহন করা যাবে না, মহাসড়কে ১২৬ সিসির নিচে ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল চলাচল করতে পারবে না, ঈদ-পূজার আগে-পরে ১০ দিন মহাসড়কে বাইক চলাচল নিষিদ্ধ; এসব নীতিমালা গ্রহণযোগ্য নয় বলে বক্তারা মন্তব্য করেন।
মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের নামে এসব নীতিমালা বাস্তবায়ন হলে হাজার কোটি টাকার মোটরসাইকেল শিল্পকে গলা টিপে ধরে দেশের অর্থনৈতিক অগ্রগতির গতি রোধ করা হবে বলে উল্লেখ করা হয়। বক্তারা পদ্মা সেতুতেও মোটরসাইকেল চলাচল সচল রাখার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন মোটরসাইকেল চালক আরিফুল রহমান লিপন, মাহফুজ হাসান, খায়রুল আমিন, অভিজিত অভি, আসনান, মামুনুর রশিদ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল