২৪ এপ্রিল, ২০২৩ ১৬:৫৬

তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :

তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ২২৮.০৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার সকাল সাড়ে ১০টায় তুমব্রু পশ্চিম কুল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, চোরাকারবারিরা অবৈধভাবে স্বর্ণের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে বিক্রয় করবে এমন সংবাদে এ অভিযান চালানো হয়। অভিযানে ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। 

তবে তুমব্রু সীমান্তের এ অভিযানের সময় বিজিবি সদস্যদের দেখে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর