বগুড়ায় অটোরিকশা সার্ভিসিংয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে শহরের কামারগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার ফার্ভিস। তবে কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি।
অটোরিকশা সার্ভিসিং দোকানের মালিক মাহফুজুর রহমান মাসুদ বলেন, কাজল নামে এক ব্যক্তি তার দোকান ভাড়া নিয়ে অটোরিকশা সার্ভিসিংয়ের কাজ করেন। রাত সোয়া ৮টার দিকে হঠাৎ করে দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এতে দোকানের সরঞ্জামাদিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।
বগুড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর পুলক কুমার গোস্বামী বলেন, কামারগাড়ী এলাকা অটোরিকশা সার্ভিসিংয়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট পনের মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্ত করে জানানো হবে।বিডি প্রতিদিন/এএম