- হোম
- দেশগ্রাম
- খালেদা জিয়ার উপদেষ্টা কবীর হোসেন আর নেই...
অনলাইন ভার্সন
খালেদা জিয়ার উপদেষ্টা কবীর হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবীর হোসেন আর নেই। বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কবীর হোসেন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবীর হোসেনের ছেলে নাসির হোসেন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে তার বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বাসায় রেখে চিকিৎসায় দেওয়া হচ্ছিল। সোমবার পিত্তথলিতে জ্বালাপোড়া করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
নাসির হোসেন জানান, তার দুই বোন দেশের বাইরে থাকেন। তারা ইতিমধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন। তারা আসার পর আগামী শুক্রবার বাদ জুমা নামাজে জানাজা শেষে হেতেম খাঁ কবরস্থানে বাবা-মায়ের কবরে তার বাবাকে সমাহিত করা হবে।
কবীর হোসেন বিএনপির প্রার্থী হিসাবে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার এমপি নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৫ আসন থেকে নির্বাচিত এমপি ছিলেন। প্রথমে ১৯৯১ সালে রাজশাহী সদর আসন থেকে এমপি নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে তাকে ভূমি প্রতিমন্ত্রী করা হয়। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালের নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মেরাজ উদ্দিন মোল্লাহর কাছে পরাজিত হন।
বিডিপ্রতিদিন/কবিরুল