কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার জিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অভিযান চালিয়ে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের অপরাধে এনআর প্লাজা মার্কেটে সম্রাট কসমেটিকসকে ৫ হাজার টাকা, রিফাত কসমেটিকসকে ৩ হাজার টাকা ও সুপার মার্কেটে শাড়ি মেলাকে একই অপরাধে ৩ হাজার টাকায় ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এতে অন্যান্য কসমেটিকস ব্যবসায়ীদের নিষিদ্ধ ঘোষিত রং ফর্সাকারী ক্রিম বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদুল ইসলাম, মার্কেটিং ইন্সস্পেক্টর শফিউল আজম প্রমুখ অভিযানে অংশ নেন।