৮ অক্টোবর, ২০২৩ ১৯:০৫

বগুড়ায় পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন

দেশের শস্যভাণ্ডার খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এরপাশ দিয়ে বয়ে গেছে ভদ্রাবতী ও নাগর নদী। এ দুই নদীর পানি বেড়ে যাওয়ায় এ অঞ্চলের কৃষকরা এখন আতঙ্কিত। কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বেড়ে আমন ধান ও কাঁচা মরিচসহ নানান জাতের সবজি পানিতে ডুবে গেছে। এতে ভাঙতে বসেছে হাজারো কৃষকের স্বপ্ন।

রবিবার সকালে নন্দীগ্রাম উপজেলায় ডুবে যাওয়া জমির ধান ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক।

জানা গেছে, কয়েকদিনে উপজেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে উপজেলার মুরাদপুর, চকরামপুর, গুলিয়া, দমদমা, কৃষ্ঠপুরসহ বিভিন্ন মাঠের ফসল ডুবে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বুড়ইল ইউনিয়নের মুরাদপুর এলাকায়। পানি যদি দু’একদিনে কমে না যায় তাহলে অধিকাংশ ধান পচে যাবে। নতুন করে চারা রোপণ করার সময়ও এখন নেই। 

কৃষি বিভাগ সূত্র মোতাবেক এই উপজেলায় এ বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৪২০ হেক্টর ও কাঁচা মরিচসহ সবজির লক্ষ্যমাত্রা ৫০০ হেক্টর। এ উপজেলায় বৃষ্টিতে ধান ডুবে ৭০ হেক্টর ও সবজি ১০ হেক্টর ক্ষতি হয়েছে। তবে কৃষকরা দাবি করছেন ক্ষতির পরিমাণ আরো বেশি হবে।

কৃষকরা জানান, বিভিন্ন এনজিও ও অন্যান্য সংস্থার ঋণের টাকায় আমন ধান রোপণ করা হয়েছিল। ইতিমধ্যে ধান গাছে ফুল (গামড়) হয়েছে। এমাসের শেষের দিকে আমন ধান কেটে ঘরে তুলতে পারতো-এমন স্বপ্ন দেখছিলেন কৃষকরা। কিন্তু হঠাৎ ভারি বৃষ্টিতে এখন সেই ধান পানির নিচে। সেই ধান গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডুবে গেছে অসংখ্য পুকুর, ধসে পড়ছে মাটির বাড়ি। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত কৃষকরা।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, টানা বর্ষণে এই উপজেলায় কিছু জমিতে পানি উঠেছে। প্রাথমিক তথ্যে পানিতে ডুবে ধান ৭০ হেক্টর ও সবজি ১০ হেক্টর ক্ষতি হয়েছে। আশা করছি পানি দ্রুত নেমে গেলে ধানের কোনো ক্ষতি হবে না। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর