ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের প্রচারণার তোড়জোড়ও বাড়ছে। সময় যত যাচ্ছে নির্বাচনী এলাকা তত উৎসব মুখর হচ্ছে। নেত্রকোন ২ (সদর-বারহাট্টা) আসনের নৌকা স্বতন্ত্র প্রার্থীর সাথে পাল্লা দিয়ে মাঠে নেমেছে ইসলামি ঐক্যজোটের (মিনার) প্রার্থী মুফতী ইলিয়াস হোসাইন আরাবী।
নির্বাচনী আসন নিজ এলাকা বারহাট্টা থেকে নেত্রকোনা সদরে শো-ডাউন করেছেন তিনি। মোটরসাইকেলসহ পিকাপভ্যানে মিছিল নিয়ে নেত্রকোনায় প্রবেশ করেন এই প্রার্থী। ভোট দিনে হলে মানুষের স্বতঃস্ফুর্ত ভোটে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, প্রচার-প্রচারণায় মাঠে থাকবো। নতুন প্রজন্ম ভোট দিতে চায়। মানুষ নৌকার বিকল্প খুঁজছে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সকল সমস্যা কাটিয়ে উঠে তিনি এগিয়ে যাবেন।
তিনি আরও বলেন, অনিহাকারী ভোটাররা এবার আসবে। যুব সমাজ ভোট দিতে ভুলে গিয়েছিল। তারা কিভাবে এবার মাঠে আসবে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া মানেই সক্ষমতা রয়েছে। কাজেই কোনো ধরনের কিছু হলে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরকে কেউ বাধা প্রদান করলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব। নির্বাচন কমিশনারের প্রতি আস্থা রেখেছি। তারা যেভাবে বলেছে সেভাবে সুষ্ঠু নির্বাচন দিলে আবারও মানুষ ভোটমুখী হবে।
নেত্রকোনার ৫টি আসনের মধ্যে নেত্রকোনা ২ (সদর-বারহ্ট্টাা) আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্বতন্ত্র (ঈগল) প্রতীকে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, লাঙ্গলের রহিমা আক্তার আসমা, নোঙ্গর নিয়ে বিএনএম রফিকুল হক তালুকদার, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র মানিক চন্দ্র সরকার নির্বাচন করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল