৭ জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত এবং সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে লিফলেট (প্রচারপত্র) বিলি করেছে বিএনপি। বুধবার দুপুরে সৈয়দপুর বিএনপির উদ্যোগে শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
কেন্দ্র ঘোষিত এ কর্মসূচীতে নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম। তার সাথে ছিলেন সৈয়দপুর বিএনপি'র সহ সভাপতি বজলার রহমান, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, মনোয়ার হোসেন সরকার সাংগঠনিক সম্পাদক, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ বাবলু, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম