জামালপুর-৫ সদর আসনে নৌকা প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মী-সমর্থকদের আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের বিরুদ্ধে। এ হামলায় আহত হয়েছেন অন্তত ছয় জন।
বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডুলা গ্রামে একটি নির্বাচনি প্রচার কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা জানায়, জামালপুর সদর আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনি প্রচার কাজ শেষ করে তারা কৈডোলা গ্রামে নির্বাচনি প্রচার কেন্দ্রে হাজির হয়। পরে কর্মী-সমর্থকদের অনেকেই বিশ্রাম করতে চলে গেলেও কয়েকজন কেন্দ্রের ভেতর অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর কর্মী-সমর্থকরা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার নির্বাচনি প্রচার কেন্দ্রে অতর্কিত হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। হামলায় স্থানীয় ইউপি সদস্য নিয়ামত আলীসহ নৌকা প্রতীকের ছয় কর্মী-সমর্থক আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, নৌকা ও ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে মারমারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত