আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট চেয়ে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন হাট-বাজারে, পাড়া মহল্লায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ করে বেড়াচ্ছেন ফেনী-৩ আসনের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ।
বুধবার সকাল থেকে সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার, কুটির হাট, বক্তার মুন্সী, ডাক বাংলা, কাজির হাট সহ বিভিন্ন এলাকায় হাজারও নেতাকর্মী নিয়ে ঈগল প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান হাজী রহিম উল্যাহ।
সাবেক এমপি হাজী রহিম উল্যাহ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সোনাগাজী-দাগনভূঞার ৯০ ভাগ ভোটার আমাকে পুনরায় ফেনী-৩ আসনের এমপি হিসেবে দেখতে চায়। যার প্রতিফলন আমার প্রতিটি জনসংযোগ ও উঠান বৈঠকে ফুটে উঠেছে।
গণসংযোগ ও উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ আহমদ, আওয়ামী লীগ নেতা এম এম তালেব আলী, ফারুক আহমেদ, জাকির হোসেন, বাহার উল্লাহ, যুবলীগ নেতা আবদুল শুক্কুর ও আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ সহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/বাজিত