আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন ব্যাপক গণসংযোগ চালিয়েছে যাচ্ছেন। তিনি ঈগল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন এলাকা ছুটে বেড়াচ্ছেন।
নির্বাচনি প্রচারের দশম দিনে বুধবার বোয়ালমারীর দাদপুর, কমলেশ্বরদী, পূর্ব ভাটদী, কোন্দারদীয়া, চিতার বাজার, সাতৈর ইউনিয়নের রামদিয়া, ময়না ইউনিয়নের ইচাখালী এলাকায় পথসভা ও গণসংযোগ করেন দোলন।
বিভিন্ন পথসভায় দেওয়া বক্তব্যে দোলন বলেন, ‘আপনারা আমাকে এমপি বানালে বেতন-ভাতার এক টাকাও নিজের জন্য ব্যয় করব না। ফরিদপুর-১ আসনের হতদরিদ্র মানুষের কল্যাণে বিলিয়ে দেব।’
স্থানীয় জনতা দোলনের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচনে জয়লাভ করলে সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে ভোটারদের আশ্বাস দেন তিনি। পথসভায় স্থানীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য দেন।
ঢাকা টাইমস সম্পাদক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন তার প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ায় জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করতে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
দোলন বলেন, ‘আমি সবসময় সাধারণ মানুষের সম্মানের কথা বলি। শান্তির কথা বলি। উন্নয়নের কথা বলি। মানবিকতার কথা বলি। আমি এমপি নির্বাচিত হলে সকলের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করবো। ইনশাআল্লাহ।’
বিডি-প্রতিদিন/বাজিত