ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের আরেকটি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় নৌকার তিনটি ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।
শুক্রবার দিবাগত রাতে যে কোনো সময় কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজারের জাহাঙ্গীর টাওয়ারের সন্নিকটে নৌকার ক্যাম্পটিতে আগুন দেওয়া হয়। আগুনে ক্যাম্পটির চেয়ার-টেবিল, ব্যানার ও কাপড় পুড়ে যায়।
কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম কামাল জানান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের ঈগল প্রতীকের লোকজন কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছিল। এ ঘটনা তারাই ঘটিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে।
স্বতন্ত্র প্রার্থীর লোকজন ইচ্ছাকৃতভাবে ঝামেলা করার জন্যই নানা ষড়যন্ত্র করছে। ক্যাম্প পোড়ানোর বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরিদপুরের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নৌকার ক্যাম্প পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শামীম হক।
বিডি প্রতিদিন/এমআই