আসন্ন নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষে মজুদকৃত ৪১টি ককটেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৮টি বালতিতে রাখা এক ককটেলগুলি উদ্ধার করা হয়। পরে র্যাবের বোম ডিস্পোজাল টিমের সদস্যরা ককটেলগুলো ধ্বংস করে। আজ শনিবার দুপুরে ঘটনাস্থলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মুনিম ফেরদৌস।
র্যাব অধিনায়ক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোন নাশকতা কার্যক্রম চালাতে না পারে সেজন্য র্যাবের সকল সদস্য প্রস্তুত রয়েছে এবং এরই ধারাবাহিতকতায় র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় পরিত্যক্ত বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে এর তথ্য উদঘাটনে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। এ সময় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্রাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ