দ্বাদশ সংসদ নির্বাচনের আর কিছুদিন বাকি। ইতিমধ্যে প্রচারণায় ব্যস্ত সকলে। এই প্রচারণায় ঠাকুরগাঁও জেলার দুইটি আসনে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।
শনিবার সকালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ঠাকুরগাঁও-১ আসনে নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন ও হরিপুর উপজেলার যাদুরানী বাজারে ঠাকুরগাঁও-২ আসনের নৌকার প্রার্থী মাজহারুল ইসলাম সুজনের নির্বাচনি প্রচারণার জনসভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান সাদ্দাম হোসেন। সভাগুলোতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই