বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য প্রার্থীকে এই ঠাকুরগাঁও-২ আসনে নৌকার মাঝি করেছেন। যার প্রমাণ আজকের নৌকা মার্কার জনসভা। আজকে এই উপস্থিতি প্রমাণ করে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মাজহারুল ইসলাম সুজনের জয় কেউ ঠেকায় রাখতে পারবে না।
শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে যাদুরানী বাজারে নৌকার পক্ষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুন আমরা পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, শিক্ষার্থী, তরুণ ভোটার সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিতে যাব। ভোট নিয়ে যারা হুমকি-ধমকি প্রদর্শন করবে, সহিংসতা দেখাবে এবং আপনাকে-আমাকে যারা ভোট দিতে বিরত রাখার চেষ্টা করবে, আসুন ঠাকুরগাঁওয়ের মাটি থেকে তাদের দমন করার চেষ্টা করি।
তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে মাজহারুল ইসলাম সুজন ভাইয়ের সমর্থনে আসুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করি। সেই সাথে দীর্ঘদিনের যে ধারা ঠাকুরগাঁও-২ আসন নৌকার আসন, এটি বজায় রাখি।
বিডি প্রতিদিন/এমআই