গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে তিন যাত্রী। শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-রংপুর মহসড়কের উপজেলার ফাঁসিতলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।
নিহত ট্রাক চালক মজনু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনার শ্যামপুর থেকে যাত্রীবাহী বিআরটিসি পরিবহনের একটি বাস কুড়িগ্রামের এদিকে যাচ্ছিল। একই পথে আসা গোবিন্দগঞ্জমুখী একটি মালবাহী ট্রাকের সাথে ফাঁসিতলা এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মজনু মিয়া মারা যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।
বিডি প্রতিদিন/এএম