জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলেছে। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
নির্বাচন উপলক্ষে শনিবার দিনাজপুর শহরের চুড়িপট্টি কার্যালয়ে খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিনাজপুর-৩ সদর আসনে নৌকার প্রার্থী হুইপ ইকবালুর রহিম।
তিনি বলেন, দিনাজপুরে কোনো চাঁদাবাজি নাই। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ব্যবসায়ীরা শান্তিমতো ব্যবসা করতে পারছে। তাই শান্তি ও উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।
খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের সভাপতি বাবু রনজিৎ বসাকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক প্রতাপ কুমার পানু, সাবেক সভাপতি প্রশান্ত সাহা, আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের উদ্দীপ ভৌমিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই