গাজীপুর-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের এক কর্মীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে আচরণবিধি লঙ্ঘনের করে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় পথসভার মাধ্যমে যানজট সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়াকৈর সহকারী (ভূমি) অনিন্দ্য গুহ ওই জরিমানার রায় প্রদান করেন।
জানা যায়, গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের রেজাউল করিম রাসেল রাস্তা বন্ধ করে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করেন। এছাড়া ব্যানারে অন্যদের ছবি ব্যাবহার, ছবি সম্বলিত গেঞ্জিপড়া এবং পথসভার মাধ্যমে সড়কে যানজট সৃষ্টি করে। যার কারণে তার কর্মী শাকিল আহম্মেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এএ