নাটোর-৩ (সিংড়া) আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র (ঈগল) প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে লড়ছেন শফিক। শনিবার বিকেলে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রাম বাজারে গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক খ.ম. মশিউর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আল আজাদ ছানা, সদস্য আক্কাস আলী, আদনান মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আফতাব আলী, উপজেলা যুবলীগের সাবেক নেতা হাফিজুর রহমান সবুজ, সাবেক ছাত্রলীগ সভাপতি শামসুল আলম সামী, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ