ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দেয়াল টপকে মাদক দিতে গিয়ে এক যুবক ধরা পড়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার উড়শিউড়ায় অবস্থিত জেলা কারাগারে এ ঘটনা ঘটে। আটক হওয়া যুবকের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়। আটক যুবক মো. সুমন হাজারি (২২) উড়শিউড়ার মো. জাহাঙ্গীর হাজারির ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদক মামলায় আদালতের মাধ্যমে শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়। জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ওই যুবক জেলখানার সীমানা প্রাচীর টপকে মাদক নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় জেলখানার সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষনিকভাবে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি চাকু ও কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিবে বলে তিনি জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, ওই যুবকের কাছে কয়েক পুরিয়া গাঁজা পাওয়া যায়। তবে জেলখানা কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। ওই যুবককে অন্য একটি মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম