আর মাত্র কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জনগণের মধ্যে বাড়ছে নির্বাচনি আমেজ। আর নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও শহর ছেয়ে গেছে পোস্টারে।
সারেজমিনে গিয়ে দেখা যায়, শহরের বিভিন্ন পয়েন্ট, অলিগলি, পাড়া-মহল্লায় প্রার্থীদের বিভিন্ন ডিজাইনের পোস্টার টাঙানো হয়েছে। চলছে প্রচারণা মাইকিং। বিভিন্ন স্থানে গিয়ে প্রচারণা করছেন প্রার্থীরা।
ঠাকুরগাঁও ৩টি আসনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ১১ লক্ষ ৪৫ হাজার ৬০৪। এর মধ্যে পুরুষ ভোটার আছেন ৫ লক্ষ ৮১ হাজার ৬৮৮ জন ও নারী ভোটার আছেন ৫ লক্ষ ৬৩ হাজার ৯১২জন। তিনটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪০০টি।
বিডি প্রতিদিন/এএ