গাজীপুরের সদর উপজেলার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার ভোর রাত চারটার দিকে গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকার কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকার একটি কারখানায় ভোর রাত পৌনে ৪টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ভোর রাত ৩টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে রাত সোয়া চারটার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ তদন্ত করে জানা যাবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম