দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বেনজির আহমদকে বিজয়ী করার লক্ষে নির্বাচনি পথসভায় জনতার ঢল নামে। আজ বিকেলে ধামরাই পৌরসভার কেন্দ্রিয় ঈদগাহ মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। পৌরসভার বিভিন্ন ওযার্ডের কাউন্সিলর মিছিল নিয়ে এ সভায় যোগ দেন।
এ সময় সভার মাঠটি কানায় কানায় ভরে যায়। এ সভায় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম কবিরের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, নৌকার প্রার্থী বেনজীর আহমদ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের নেত্রী এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তাসহ, ধামরাই দোহার নবাবগঞ্জ উপজেলা ও ঢাকা জেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ