ফেনীতে গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও ফেনী পৌরসভায় প্রায় ১৫ হাজার কম্বল বিতরণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
বিতরণ কার্যক্রমে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ