চুয়াডাঙ্গার দামুরহুদায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নতুন হাউলি গ্রামে ইউএসএআইডি-এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে নতুন হাউলী গ্রামের আব্বাছ আলীর জমিতে উৎপাদিত ব্রি ধান -১০০ ও বিনা-২৪ ধানের ফসল কর্তন ও মাঠ দিবসে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএপিপিও মো. খবিরুল ইসলাম, আইএফডিসির ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ হাসান আরিফুল করিম, সিএফডিসিও আলমগীর রশিদ এবং এসএএও মো. জালাল উদ্দিন।
মাঠ দিবসে তুলনামূলক ব্রি-১০০ ধানের ফলন বেশি হওয়ায় আগামী বোরো মৌসুমে এ ধান চাষে উপস্থিত সকল কৃষক আগ্রহ প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এএ