ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল অংশে মহাসড়কের পাশের কয়েকটি স্থানে গাছ ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। মহাসড়কের এ অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মহাসড়ক থেকে গাছ কেটে সড়ানোর পর সড়ক চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া দুপুর সাড়ে ১২টা থেকে প্রচন্ড বেগে ফেনীতে ঝড়বৃষ্টি হয়। এতে মৌসুমি ফলসহ ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে জানা যায়। দুপুর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে।
ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের সামনে সড়কে গাছ ভেঙে পড়ায় ফেনীর সাথে ছাগলনাইয়ার সড়ক যোগাযোগ প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল। জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/এএম