নির্বাচনকে সুষ্ঠ ও সস্ত্রাস ও বাহিনী মুক্ত করতে নোয়াখালী সূবর্ণচর উপজেলা পরিষদ হলরুমে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এই দিকে সূবর্ণচরের দক্ষিণ অঞ্চল চরবাটা, চরক্লার্ক, মোহাম্মদপুর ইউনিয়ন ও হাতিয়া সীমান্তের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে শংকিত সাধারণ ভোটাররা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার দুপুরে সূবর্ণচর উপজেলা পরিষদ হলরুমে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল।
নির্বাচনে ৬শ পুলিশ, ৪ প্লাটুন বিজিবি, ১ হাজার আনসার ও র্যাবসহ ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম খায়রুল আনম চৌধুরী সেলিম প্রার্থী রয়েছেন। এই উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ১ শ ৮৮ জন। নির্বাচনকে ঘিরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, তবে সাধারণ ভোটাররা চান সুষ্ঠু ও বাহিনী মুক্ত নির্বাচন। সূবর্ণচরের দক্ষিণ অঞ্চল চরবাটা ও হাতিয়া সীমান্তের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে শংকিত সাধারণ ভোটাররা। এবং ঝুঁকিপূর্ণ ইউনিয়ন ও কেন্দ্রগুলোর আশপাশে চেক পোস্ট বসানো হবে।
বিডি প্রতিদিন/এএ