ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাবেক সংসদ সদস্য আশেকউল্লাহ রফিকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) মহেশখালী পৌরসভার উত্তর ঘোনাপাড়া এলাকার মোহাম্মদ হাশেম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- মহেশখালী উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আলম, যুবলীগ নেতা একরাম, আলাউদ্দিন, কৃষকলীগের রিপন, আজিজুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, রাজুয়ার ঘোনার ওসমান, চেয়ারম্যান শেখ কামাল, আবদুল হক, কাউছার উদ্দিন রোকন, আবু বকর, শাহেদ মোহাম্মদ শাহেল, মকসুদ আহমদ, ফিরোজ ওয়াহিদ শামীম. মোহাম্মদ কাসেম, ওসমান সরওয়ার, যুবলীগ নেতা আবদুল মান্নান, ছাত্রলীগের মোহাম্মদ বেলাল, জসিম উদ্দিন মাহমুদ, মোহাম্মদ হুজাইফা তামিম খান, কলিম উল্লাহ, মোহাম্মদ শাকিল, পারভেজক আহমদ বাবু, সালামত উল্লাহ, নুর মোহাম্মদ বাদশা, ফরহাদ ইকবাল, হোয়ানকের জাফর আলম, হুমায়ুন কবির, গিয়াস উদ্দিন, ফলসাল, মোহাম্মদ সাদেক উল্লাহ, জিল্লুর
রহমান মিন্টু, এহছানুল করিম, শরিফ হোছাইন, কলেজ ছাত্রলীগ সভাপতি রাজীবুল ইসলাম, জিয়াউল হক ও ফকির খালীর জাহাঙ্গীর আলম।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইজুল আযীম নোমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার শহরের ঘুমগাছতলায় ছাত্রজনতার মিছিলের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে বাদীর ছেলে শামীম ইকবাল গুরুতর আহত হন। গুলিবর্ষণের ঘটনায় উপরিউক্ত আসামিরা জড়িত বলে বাদী এজহারে উল্লেখ করেছেন।
বিডি প্রতিদিন/মুসা