বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার জন্য সকল দল ও মতকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তিনি বলেন, ভারতের কাছ থেকে পানির নায্য হিস্যা আদায়সহ সকল অমিমাংসিত সমস্যা সমাধানে উদ্যোগ নিতে জনগণের ভোটে নির্বাচিত একটি শক্তিশালী সরকার দরকার। যারা পার্শ্ববর্তী দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, নতজানু হবে না।
শুক্রবার বিকেলে যশোরে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জিয়া পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুনের সভাপতিত্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহক। এছাড়া আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক, গবেষক মফিজুর রহমান রুন্নু ও অধ্যক্ষ পাভেল চৌধুরী।
বিডি প্রতিদিন/এএ